Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কম্বাই্ন হারভেষ্টার, নমুনা শস্য কর্তন, চাষী পর্যায়ে উন্নতমানের ধান বীজ উৎপাদন ই্ত্যাদি।
বিস্তারিত

কম্বাই্ন হারভেষ্টার দিয়ে অল্প সময়ে দ্রুত ধান কর্তন মাড়াই, ঝাড়াই্ করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৭০% ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি হাওড় অঞ্চলের কৃষকদের দিয়ে থাকে। 

উপজেলা কৃষি অফিস সরাইল কর্তৃক ব্রি-ধান ৫৮ এর নমুনা শস্য কর্তন উপলক্ষ্যে অত্র জেলার সুযোগ্য উপ-পরিচালক জনাব মোহাম্মদ আবু নাছের স্যার এবং জেলা প্রশিক্ষণ অফিসার জনাব ছাইফুল আলম ও অত্র উপজেলা কৃষি অফিসার জনাব সাধন কুমার গুহ মজুমদার স্যার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। ব্রি-ধান ৫৮ উচ্চ ফলনশীল জাতে ধান। বিঘা প্রতি ২০ মণ  ফলন হয়। কৃষক এ জাতের ধানের প্রতি খুবই আগ্রহী। সরকার কৃষি ক্ষেত্রে সব ধরনের ভুর্তকি দিয়ে আসছে বিধায় বাংলাদেশ এখন সারা বিশ্বে কৃষি ক্ষেত্রে মডেল হয়ে আসছে।

চাষী পর্যায়ে উন্নতমানের ধান বীজ উৎপাদনের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস।